• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান 

     dailybangla 
    09th Nov 2025 5:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ (Admiral Naveed Ashraf) তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে রবিবার (৯ নভেম্বর) সকালে তিনি বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    এর আগে সদর দপ্তরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে, যা তিনি পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

    সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং পেশাগত ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতামূলক বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

    সাক্ষাৎ অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তানের হাই কমিশনার, ডিফেন্স অ্যাটাশে, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

    সফরকালীন তিনি বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    অন্যদিকে, পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ (PNS SAIF) শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। জাহাজের অধিনায়ক ও নৌ সদস্যরা বাংলাদেশ নেভাল একাডেমি, নৌ ঘাঁটি ও চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ‘পিএনএস সাইফ’ পরিদর্শন করবেন, যা উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।

    সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান এবং ‘পিএনএস সাইফ’ আগামী ১২ নভেম্বর ২০২৫ বাংলাদেশ ত্যাগ করবেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930