বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ
বিআলো ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্সের নাম: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা
জাতীয় মাধ্যম: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০
ইংরেজি মাধ্যম:
ও লেভেলে ৬ বিষয়ে: ২টি A, ৩টি B, ১টি C
এ লেভেলে ২ বিষয়ে B গ্রেড
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০
২০২৬ সালের এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থী: আবেদনযোগ্য (এসএসসিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে)
শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫′৪″, বুক ৩০-৩২″, ওজন ৫৪ কেজি
নারী: উচ্চতা ৫′১″, বুক ২৮-৩০″, ওজন ৪৬ কেজি
বয়স
১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬.৫ থেকে ২১ বছর
সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য ১৮-২৩ বছর
অন্যান্য শর্ত
জাতীয়তা: বাংলাদেশি
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়
আবেদন ফি: মোট ২০০০ টাকা (অফেরতযোগ্য)
আবেদনের শেষ সময়: ১৪ মার্চ ২০২৬
আবেদন পদ্ধতি: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
বিআলো/শিলি



