• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা 

     dailybangla 
    06th Jul 2025 6:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজ সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    উপদেষ্টা বলেন, “সবাই মিলে কাজ করায় দেশে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “গত ১০ মাসে আপনারা কোনো জঙ্গিবাদের তথ্য দিয়েছেন? যখন ছিল, তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারছেন না।”

    মালয়েশিয়ায় বাংলাদেশিদের ‘জঙ্গি’ ট্যাগ দেওয়া নিয়ে উপদেষ্টা বলেন, দেশে যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। তিনি জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনের কথা বলেছেন, তারা দেশে আসেননি। তাদের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে এবং তদন্ত করা হবে। তবে দেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

    রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি ও ফলমূল বিদেশে রপ্তানি হয়। রপ্তানি প্রক্রিয়া সরেজমিনে দেখতে তিনি কার্গো ভিলেজে আসেন।

    তিনি জানান, কিছুদিন আগে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে শাকসবজি-ফলমূল রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছিল এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। রপ্তানি বৃদ্ধি পাওয়ায় কার্গো ভিলেজের কোল্ড স্টোরেজ বড় করার পরিকল্পনা রয়েছে।

    লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন এক্সপোর্ট টার্মিনালে স্ক্যানিংয়ের পরও যদি কোনো পণ্য বিমানে না যায়, তাহলে সঙ্গে সঙ্গেই কোল্ড স্টোরেজে রাখা যাবে। এতে রপ্তানিকারকরা উপকৃত হবেন। তিনি আরও বলেন, “আমরা শুধু এক-দুটি পণ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কীভাবে বৈচিত্র্যময় পণ্য রপ্তানি করা যায়, তা নিয়ে চিন্তা করছি।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930