• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে সিএইচসিপিদের সাথে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান 

     dailybangla 
    02nd Aug 2025 12:13 am  |  অনলাইন সংস্করণ
    মনিরুজ্জামান মনির: বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবার মান নিশ্চিতকরণে কর্মরত সিএইচসিপিদের সার্বিক কর্মকান্ড পর্যালোচনা বিষয়ক সেমিনার ও আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    আজ শুক্রবার ( ০১ আগস্ট)  সকাল ১০ ঘটিকার সময় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে ভেন্যুঃ সম্মেলন কক্ষ, বিএমআরসি ভবন ( নিচ তলায়), মহাখালী,  ঢাকায় এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসাবে আরো  উপস্থিত ছিলেন জনাব ডাঃ আসিফ মাহমুদ; পরিচালক( মাঠ প্রশাসন), ডাঃ গীতা রানী দেবী ; পরিচালক (প্রশিক্ষক), জনাব মোঃ ফেরদৌস ;বিশ্ব ব্যাংকের প্রতিনিধি প্রমুখ।

    এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আখতারুজ্জামান;  ব্যবস্থাপনা পরিচালক কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। প্রধান অতিথির বক্তব্যে জনাব জিয়া হায়দার বলেন- প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমার বিএনপি সরকার বিগত দিনে ইউনিয়নে ইউনিয়নে স্বাস্থ্য  সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে এবং এখন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এই সেবার বেইজমেন্ট তৈরি করতে হবে।

    তিনি আরো বলেন -আমাদের বিএনপি সরকারকে আপনারা সহযোগিতা করলে এই সেবাকে আরো জোরদার করা হবে।সভায় সভাপতির বক্তব্যে বলেন- এই সেবা একটি মহান পেশা। আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করবেন এবং আপনাদের সকল দাবী গুলো পর্যায়ক্রমে আপনারা পেয়ে যাবেন।
    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সিএইচসিপি এ্যাসোসিয়েশন  এর সভাপতি জনাব জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নঈম উদ্দিন  সহ বাংলাদেশের সকল জেলার সভাপতি ও সম্পাদক এবং এই বছরে চৌদ্দ জন সিএইচসিপি মৃত্যুবরন করায় তাদের পরিবারকে এক লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়।
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031