বাউফলে ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান
জেলা ছাত্রদল নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ সময় তাঁরা পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মিজানুর রহমান, বাউফল পৌরসভা শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সাদিকুজ্জামান রাকিব, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মূনইমুল ইসলাম মিরাজ ও এনামুল হক মনন, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আপেল মাহমুদ মুন্না, সাবেক সদস্য সচিব মো. রিয়াজ হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নেয়ামুল ইসলাম এবং জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতা কাউসার হোসাইন।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদের স্বাক্ষরে ঘোষিত ৩৫ সদস্যের নতুন কমিটিতে অছাত্র, বিবাহিত ও সন্তানের জনক, এমনকি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে—যা সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী।
তাঁরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, কারাবরণ করা এবং গুলিবিদ্ধ হয়ে আহত বহু ত্যাগী নেতা-কর্মীকে নতুন কমিটিতে উপেক্ষা ও অবমূল্যায়ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন তথ্য-প্রমাণ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলন থেকে নতুন কমিটি বাতিলের দাবি জানানো হয় এবং একই সঙ্গে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে বিক্ষোভ মিছিলেও একই দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিআলো/ইমরান



