বাউফলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বাউফল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আক্কাস মুন্সি। তিনি বলেন, সম্প্রতি একটি প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, আলোচিত ঘটনাটি মূলত একটি জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের বিষয়, যার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নাজিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. রাসেল, জামায়াতের যুব বিভাগের সদস্য মো. শুভসহ উভয় পরিবারের সদস্যরা।
বিআলো/ইমরনা



