বাউফলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে আগামী ২৮ নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজকদের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলাম বাউফল উপজেলা শাখার নাইবে আমির মাওলানা রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও আলোকবর্তিকা এবং সত্যনিষ্ঠ সংবাদ জাতিকে সঠিক দিকনির্দেশনা দেয়। এছাড়া, জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক আয়োজন বাউফলে সৌহার্দ্য, তরুণদের সুস্থ বিনোদন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করবে।
সংবাদ সম্মেলনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ, বাউফল উন্নয়ন ফোরামের সদস্য এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পর অতিথি ও সাংবাদিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আয়োজকরা আশা করছেন, ২৮ নভেম্বরের ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাউফলজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা আনবে।
বিআলো/ইমরান



