বাউফলে ‘ডেভিল হান্ট অভিযানে তিন যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ
মোঃ তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ কামরুজ্জামান নাইম, পিতা- আবুল বশার আকন, চন্দ্রপাড়া, ৯নং ওয়ার্ড, বাউফল;
২) মোঃ সাইফুল ইসলাম, পিতা- দেলোয়ার হোসেন তোতা মিয়া, বাউফল পৌরসভা, ৭নং ওয়ার্ড;
৩) মোঃ সাইফুল ইসলাম ওরফে সাহেব আলী মোল্লা (৪৭), পিতা- মৃত হাতেম আলী মোল্লা, অলিপুরা, ৮নং ওয়ার্ড।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আখতারুজ্জামান সরকার বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের সতর্কতা ও অভিযোগের ভিত্তিতে সন্দেহজনক ব্যক্তিদের আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর সোমবার (১০ নভেম্বর ২০২৫) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এ অভিযান ‘ডেভিল হান্ট’ পরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



