বাউফলে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল আমীন খালাসির নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চন্দ্রপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তির নাম মো. বাদল মৃধা (৩৮)। তিনি মৃত আবদুর রহিমের ছেলে এবং মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় বাদল মৃধার নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে পড়ার টেবিলের ড্রয়ার থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এ বিষয়ে বাউফল থানার এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে থানায় হেফাজতে রেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিআলো/ইমরান



