বাউফলে দেবরের দায়ের কোপে ভাবী আহত
মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেবরের দায়ের কোপে ভাবী আহত হয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ছোট ভাই ওবায়দুর রহমান বাড়ির একটি মেহগনি গাছের ডাল কাটছিলেন।
এ সময় বড় ভাই রুহুল আমীন মৃধার স্ত্রী আকলিমা বেগম (৫০) বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়দুর রহমানের হাতে থাকা দা দিয়ে আকলিমা বেগমের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। আঘাতে গুরুতর আহত অবস্থায় আকলিমা বেগম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে হাতাহাতি হলেও আমি কোনো কোপ দেইনি। বরং তারা আমার ছেলে ও আমাকে মারধর করেছে।
এ বিষয়ে আমিই থানায় অভিযোগ করেছি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত নারীর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আমি বর্তমানে পটুয়াখালীতে অবস্থান করছি। বিষয়টি বিস্তারিতভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা



