বাউফলে প্রজেক্টরে বিএনপির ইতিহাস–ঐতিহ্য প্রদর্শন
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক রাজনৈতিক প্রচারণা। মদনপুরা ইউনিয়নে প্রজেক্টরের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও নেতৃত্বের ধারাবাহিকতার ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।
গ্রামীণ জনগোষ্ঠীকে নিজ এলাকায় বসেই দলীয় ইতিহাস জানার সুযোগ করে দিতে এ উদ্যোগ গ্রহণ করেন বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ আহমেদের কনিষ্ঠ সন্তান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেলিন।
রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মদনপুরা ইউনিয়নে অনুষ্ঠিত এই প্রদর্শনী দেখতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম (মোস্তফা), সাবেক উপজেলা যুবদলের সদস্য মো. শাহ আলম, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমাম হোসেন তারেক, ছাত্রদল নেতা আশিক বিল্লাহসহ বিএনপির স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় নেতাদের মতে, প্রচারণার এই নতুন ধারার উদ্যোগ নির্বাচনের মাঠে অন্যরকম বার্তা দেবে এবং দলীয় কর্মী–সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলবে।
বিআলো/ইমরান



