৩১ দফার প্রচারে বাউফলে বিএনপির মিছিল, কর্মীদের ঐক্যের বার্তা
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর বাউফল পৌর শহরে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে বাউফল হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। তারা দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় নেতাকর্মীরা “ধানের শীষ” প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং দলীয় নেতার নির্দেশে সংগঠনের তৃণমূল পর্যায়ে ঐক্য জোরদারের আহ্বান জানান।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জাকির হোসেন মৃধা, শ্রমিক দলের সভাপতি হাসান মঞ্জু, কালাইয়া ইউনিয়ন বিএনপির নেতা নূর হোসেন খান, বিএনপি নেতা শাজাহান মাতবর, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. খালেক, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. ইমাম হোসেন এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতা ও জনগণের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে এবং বিএনপির বিকল্প রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে এ কর্মসূচি সারাদেশে ধারাবাহিকভাবে চলবে।
বিআলো/ইমরান



