বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা দাখিল মাদ্রাসা মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং ভয়েস অব জুলাই ঢাকা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের কাফরুল থানা (ঢাকা উত্তর) এর যুগ্ম আহ্বায়ক।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা করেন হাফেজ মোহাম্মদ সাইমুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইদ্রিস সরদার।
প্রধান অতিথি শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন,
“বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকা অবস্থায় যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। সেই থেকেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না। গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম জিয়ার জন্য আমরা সবাই আন্তরিক দোয়া চাই।”
তিনি আরও বলেন,
“বিএনপি করার কারণে আমাকে বহু নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার সন্তানরাও পরীক্ষায় অংশ নিতে পারেনি। রাজনৈতিক কারণে অসংখ্য মামলার আসামিও হতে হয়েছে। তবুও অন্যায়ের বিরুদ্ধে আমরা আপোষ করিনি—আমাদের নেত্রীও করেননি।”
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মুজাহিদুল ইসলাম।
সঞ্চালনা করেন মো. সোহাগ, নারায়ণগঞ্জ যুবদল নেতা। এছাড়াও উপস্থিত ছিলেন—
সাবেক শ্রমিকদল নেতা মো. নূর হোসেন (পুরান ঢাকা),
জিয়ার সৈনিক দল ঢাকা কেরানীগঞ্জের মো. সাইফুল ইসলাম ও মো. কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাউফলে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
বিআলো/ইমরান



