বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বাউফল পৌর শহরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১-এর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের ছেলে এবং বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় লেনিন বলেন,
“১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফল পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। জনাব তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষকে আর সেবার জন্য কোথাও যেতে হবে না—আমরাই তাদের কাছে যাবো। আমরা সেবাকে জনগণমুখী করতে চাই।”
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবনেতা আসাদুল ইসলাম আসাদ, যুবদল নেতা শাহ আলম, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, আশিক বিল্লাহ, স্বেচ্ছাসেবক নেতা রিজভী, শামিম, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রাকিব, রনি, জিহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা জানান,
শীতকালজুড়ে সাধারণ মানুষের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



