বাউফলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মো. তারিকুল ইসলাম (মোস্তফা) বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় বাউফল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌর শহরের পাবলিক মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও প্রভাষক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াসউদ্দিন, সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক ছাত্রদল সভাপতি ইমতিয়াজ রসুল পান্নু, সাবেক ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম জুরান এবং সাবেক পৌর ছাত্রদল আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার বলেন,
“আজ আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর রোগমুক্তির জন্যই আজকের এই দোয়া মাহফিল। আমরা সবাই হাত তুলে প্রার্থনা করি—আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক স্টেজে আগুন দেওয়ার ঘটনার পর দলে বিভাজন নয়—ঐক্যই এখন সবচেয়ে জরুরি।
“ধানের শীষ আমাদের সবার প্রতীক। কেউ মনোনয়ন না পেয়ে কষ্ট পেতে পারেন, এটি সত্য; তবে মনে রাখতে হবে, এই প্রতীক আমাকে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই দ্বন্দ্ব নয়, দলকে শক্তিশালী করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।”
দোয়া শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাবিব। এতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি এবং দলের ঐক্য কামনা করা হয়।
অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত জনতার ভিড়ে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
বিআলো/ইমরান



