• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউফলে যুবদলের র‍্যালিতে ঐক্যের অঙ্গীকার, গতিশীল সংগঠন গড়ার প্রত্যয় 

     dailybangla 
    28th Oct 2025 4:47 pm  |  অনলাইন সংস্করণ

    মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বাউফল উপজেলা যুবদলের উদ্যোগে এ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সাবেক সংসদ সদস্য জনাব শহিদুল আলম তালুকদারের বাসভবনস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাউফল বাজার প্রদক্ষিণ করে গোলাবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাউফল উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জুরান, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম সানু মেম্বার এবং সাবেক সদস্য এটিএম সাখাওয়াত হোসেন তামিম।

    র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।
    এছাড়া উপস্থিত ছিলেন মাই টিভির সাংবাদিক ওহিদুজ্জামান ডিউক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজিম উদ্দিন, দৈনিক বাংলাদেশের আলো বাউফল প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম (মোস্তফা)। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

    সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন,“আমরা সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করব।”সভাপতি পদপ্রার্থী গাজী গিয়াস উদ্দিন বলেন,“দলীয় নেতৃত্বে আমরা সবাই এক ও অভিন্ন। প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু তা প্রতিহিংসা নয়—এটি সুস্থ রাজনীতির অংশ।” সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম জুরান বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে চাই এবং দায়িত্ব পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল-আমিন রিয়াদ বলেন,“দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি বাউফল উপজেলা যুবদলকে একটি আদর্শ সংগঠনে পরিণত করব, ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে যুবদলকে আরও গতিশীল ও কর্মীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031