• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেপ্তার 

     dailybangla 
    06th May 2025 10:53 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ খালেক: ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি ও একজন সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

    গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলন (৭০) ২। পল্লবী থানা যুবলীগের সহ-সভাপতি কাজী মোঃ সারোয়ার জাহান মিঠু (৪২) ৩। যাত্রাবাড়ী ৬৩ নং সাবেক ওয়ার্ড কমিশনার মোঃ শফিকুল ইসলাম দিলু (৭২) ৪। শাহ-আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন (৩৫) ৫। রমনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রধানীয়া (৪৮) ৬। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভার চেয়ারম্যান ও সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান (৭২) ৭। বংশাল থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ এমরান গোলদার (৪৫) ৮। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ অন্তু (৩৫) ও ৯। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরিত্র নন্দী (২৭)।

    ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ মে) ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ইন্দিরা রোড এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১:৪৫ ঘটিকায় আমিরুল আলম মিলনকে গ্রেফতার করে।

    একই দিন বিকেল আনুমানিক ০৪:০০ ঘটিকায় রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে কাজী মোঃ সারোয়ার জাহান মিঠুকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

    ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শফিকুল ইসলাম দিলুকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে। একই দিন সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ তাজ উদ্দিনকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত ১০:০০ ঘটিকায় ভিকারুন্নেসা স্কুলের সামনে থেকে ইসমাইল হোসেন প্রধানীয়াকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

    মঙ্গলবার (৬ মে) রাত আনুমানিক ১:৪৫ ঘটিকায় মোঃ মোখলেছুর রহমানকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। গতকাল সোমবার দুপুর আনুমানিক ০১:৪৫ ঘটিকায় রাজধানীর বংশাল এলাকা থেকে মোঃ এমরান গোলদারকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। সোমবার (৫ মে) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকা থেকে মোহাম্মদ তানভীর আহমেদ অন্তুকে গ্রেফতার করে। একই দিন ডিবি-সাইবার বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন শিমুলতলা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ০২:১৫ টায় অরিত্র নন্দীকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930