বাজারে সিন্ডিকেট ভাঙতে কাজ করছে প্রতিযোগিতা কমিশন — ড. মো. আখতারুজ্জামান তালুকদার
মনিরুল ইসলাম মনির: বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার বলেছেন, মুক্তবাজার অর্থনীতিতে সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখতে প্রতিযোগিতা আইন ২০১২ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই আইন সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে বাজারে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে, ভোক্তার স্বার্থ রক্ষা পাবে, এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ফলে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী” বিষয়ক এক অবহিতকরণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. আখতারুজ্জামান আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবাই চান, ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকুক। তবে নতুন আইন যেন ব্যবসার বিকাশে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেটিও নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
সভায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিআলো/এফএইচএস



