বানিয়াচংয়ে গ্রেপ্তার ৪
হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে নাইন মার্ডার এবং বৈষম্য বিরোধী মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাছাড়া অন্যান্য মামলায় আজমিরীগঞ্জ উপজেলা থেকে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল,বানিয়াচং উপজেলার ১নম্বর ইউনিয়নের ইউপি সদস্য মো. শহিদ মিয়া এবং ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের আবু বক্কর মিয়ার পুত্র তোফায়েল আহমেদ।
আজমিরীগঞ্জ উপজেলার শংক মহল গ্রামের আওলাদ মিয়ার পুত্র ডা. রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার পুত্র সাইদুর। সেনাবাহিনী সূত্র জানায়, ১৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার খাগাউড়া ইউনিয়ন থেকে হবিগঞ্জের একটি বৈষম্যবিরোধী মামলায় তোফায়েল আহমেদ এবং শনিবার ভোরবেলা উপজেলার ১ নম্বর ইউনিয়নের কামালখানী গ্রামে অভিযান চালিয়ে বানিয়াচংয়ের আলোচিত নাইন মার্ডার মামলার এজাহারভুক্ত ৬৭ নং আসামি মো. শহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে ওই দুইজনকে আদালতে প্রেরণের জন্য বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে রাত্রিকালীন যৌথ বাহিনীর অভিযানে আজমিরীগঞ্জ উপজেলার শংক মহল গ্রাম থেকে সদর থানার ওয়ারেন্টভূক্ত আসামি ডা. রেজাউল করিম এবং সাইদুরকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। নিয়মিত এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনী।
বিআলো/আমিন



