বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বান্দরবান জেলা শাখার উদ্যোগে স্থানীয় রাজার মাঠে গণসংগীত, আলোচনা সভা ও র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি সুমন মারমা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংনু মারমা, মোঞোচিং মারমা ও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, স্বায়ত্তশাসন ও উন্নয়নের জন্য শান্তিচুক্তি বাস্তবায়ন অপরিহার্য। পাহাড়ি জনগোষ্ঠী এখনও বৈষম্য, ভূমি সংকট ও সামাজিক-রাজনৈতিক চাপে ভুগছে। তাঁরা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করবে।
আলোচনা সভার শেষে পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে র্যালি বের করা হয়। উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, যা তিন পার্বত্য জেলায় দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান এবং অঞ্চলের স্থায়ী শান্তি ও উন্নয়নের পথ খুলে দেয়।
বিআলো/ইমরান



