বাবুগঞ্জ উপজেলাসহ সারাদেশে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশাল: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাসহ সারাদেশে এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও বিভিন্ন এলাকায় তা ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে।
ভোক্তাদের অভিযোগ, অতিরিক্ত মূল্য দিয়েও প্রয়োজন অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। ফলে রান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী কয়েকটি দেশ থেকে এলপিজি গ্যাস আমদানিতে জটিলতা সৃষ্টি হওয়ায় সরবরাহ সংকট তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো মূল্যবৃদ্ধির ঘোষণা বা নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ কাজে লাগিয়ে আগে থেকেই অতিরিক্ত গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং পরে তা গোপনে চড়া দামে বিক্রি করছে। এতে বাজারে অস্থিরতা আরও বেড়েছে।
এ অবস্থায় ভোক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।
বিআলো/ইমরান



