• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন 

     অনলাইন ডেক্স 
    09th Dec 2025 7:08 pm  |  অনলাইন সংস্করণ

    ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশাল: বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সহযোগিতায় ছিলেন জাতীয় মহিলা সংস্থা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন। তিনি বলেন, “নারীর মুক্তি, শিক্ষা ও উন্নয়নের পথিকৃৎ ছিলেন বেগম রোকেয়া। তাঁর আদর্শ আজও সমাজে নারীর প্রতিটি অগ্রযাত্রায় প্রেরণা যোগায়।”

    উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “সমাজ ও দেশের অগ্রযাত্রায় নারী-পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে পরিবার, সমাজ ও রাষ্ট্র।”

    অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজ্ আসমা উল হুসনা বলেন, “নারী নির্যাতন রোধে শুধু আইন নয়—সমাজের প্রতিটি মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। নারীর ক্ষমতায়নই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূলভিত্তি।” বক্তব্য শেষে তিনি পাঁচজন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করেন

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সুমন শিকদার, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আক্তার, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্কুল–কলেজের শিক্ষার্থীরা।

    উপস্থিত সকলেই নারীর অধিকার সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    বিআলো/ইমারন

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031