বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত
ফাহিম আহমেদ, বাবুগঞ্জ (বরিশাল): বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের উদ্যোগ নেয় বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি বরিশাল জেলা দক্ষিণের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক প্রেরণার নাম। দেশের জন্য তার সাহসী ভূমিকা কখনোই জনগণ ভুলবে না। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।”
প্রধান বক্তা বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, “জীবনের প্রতিকূল মুহূর্তে দেশনেত্রী কখনো পিছু হটেননি। গণতন্ত্র পুনরুদ্ধারে তার দৃঢ় অঙ্গীকার আমাদের পথপ্রদর্শক। তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের বিশ্বাস।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশের প্রতি নিবেদিতপ্রাণ এক জননেত্রী। দেশ ও গণতন্ত্রের জন্য তার ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
দোয়া-মোনাজাতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা অংশ নেন এবং সকলেই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।
বিআলো/ইমরান



