বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কৃতি শ্যানন
বিনোদন ডেস্ক: নতুন সিনেমা ‘তেরে ইশক মে’-এর প্রচারে এসে দিল্লির বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তাঁর মতে, রাজধানীর বায়ুদূষণের মাত্রা এখন অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
কৃতি জানান, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৪৩০ ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে দূষণ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দিল্লিতে বেশ কিছু সিনেমার শুটিং পরিবর্তন বা বাতিল করা হয়েছে। তাঁর অভিনীত ‘ককটেল ২’- এর শুটিংও অতিরিক্ত দূষণ এবং বিস্ফোরণের আতঙ্কের কারণে পিছিয়ে দেওয়া হয়।
অভিনেত্রী সতর্ক করে বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। “এই গুরুতর বিষয়ে এখনই নজর দেওয়া জরুরি,” বলেন কৃতি।
কৃতি শ্যাননকে দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’তে, যেখানে তাঁর সহশিল্পী দক্ষিণী তারকা ধানুশ।
বিআলো/শিলি



