বাহুবলে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহতের নাম সাজু মিয়া (৩০)। তিনি মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজু মিয়া মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে।
বিআলো/আমিনা



