বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ
মনিরুল ইসলাম মনির: আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ সদর ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ এর উদ্যোগে বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে চাষাড়া এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ই. আ. ম মাসুদ মজুমদার এবং পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।
প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করেন বিউটি ও হেয়ার এক্সপার্ট রোকসানা হক রিচি এবং ক্লাস মডেল ছিলেন রোজানা রিয়া। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির সহ-সভাপতি মোঃ ফজলুল হক ভূঁইয়া।
সমাপনী ক্লাসে অনুষ্ঠিত পরীক্ষায় সেরা শিক্ষার্থী হিসেবে উম্মে সুফিয়া হ্যাপী ও মোসাঃ সুমাইয়া, পাশাপাশি স্বেচ্ছাসেবক সদস্য নুসরাত হোসেন নিশু এবং রেশমি আক্তার উর্মি-কে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন—দিনাত জাহান, মোসাঃ মোসলেমা খাতুন, জান্নাত আরা মুনমুন, লিজা বেগম, হুমায়রা আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, ইশরাত জাহান মুনা, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, চায়না আক্তার, আছমা আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, লিপি আক্তার এবং মেঘলা আক্তার সুমাইয়া প্রমুখ।
৭ দিন মেয়াদী এই বিউটিফিকেশন প্রশিক্ষণটি বেকার যুব ও নারীদের হাতে-কলমে দক্ষতা শেখানোর মাধ্যমে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতেই আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রশিক্ষণার্থীদের শেখা দক্ষতার মাধ্যমে স্বাবলম্বী হতে উৎসাহ ও পরামর্শ দেওয়ার পাশাপাশি শিগগিরই শিক্ষার্থী, প্রশিক্ষক ও অতিথিদের নিয়ে একটি আনন্দ উৎসবের আয়োজন করা হবে।
বিআলো/তুরাগ



