বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বাউফলের হেলাল মুন্সী
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির উপজেলা কমিটির সদস্য হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হেলাল উদ্দিন মুন্সী বলেন, তিনি প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় তিনি বিএনপির থানা কমিটির সদস্য এবং নাজিরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে ইসলামের খেদমতে বাকি জীবন উৎসর্গ করতে চান। এ সময় তিনি সবার দোয়া কামনা করেন এবং ভবিষ্যতে নাজিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগত নেতাকে সংগঠনে স্বাগত জানিয়ে বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন তিনি।
হেলাল উদ্দিন মুন্সীর জামায়াতে ইসলামীতে যোগদানকে কেন্দ্র করে বাউফল উপজেলায় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই যোগদান আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিআলো/ইমরান



