• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত চরিত্রহননের চেষ্টা চলছে: ফখরুল 

     dailybangla 
    14th Jul 2025 5:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে সুপরিকল্পিত অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার (১৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ঘটনার প্রকৃত তদন্তের আগেই বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি চিহ্নিত মহল। এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার না করে বরং দল ও নেতৃত্বকে হেয় করার অপচেষ্টা চলছে।

    তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিএনপি একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠন করেছে, যা স্বাধীনভাবে অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করবে।

    মির্জা ফখরুল বলেন, প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ না থাকা সত্ত্বেও যাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে, তাদের দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতিনিষ্ঠা বজায় রাখতে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছি।

    তিনি প্রশ্ন তোলেন, ঘটনার ভিডিও ছড়ানোর সময়, নির্বাচিত ফেসবুক পেজে পূর্বপ্রস্তুত ফটোকার্ড প্রকাশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবতা-সবকিছুই প্রমাণ করে এটি একটি পরিকল্পিত অপতৎপরতা।

    বিএনপি মহাসচিব আরও বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। কেউ অপরাধ করলে সে ব্যক্তিগতভাবে দায়ী হবে, দল নয়। তবে গুটিকয়েক ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বিএনপি বা গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হতে পারে না।

    তিনি সতর্ক করে বলেন, যারা নির্বাচন বানচাল ও রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে চায়, তারা প্রকৃতপক্ষে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায়। বিএনপি সেই চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত।

    সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930