বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ
dailybangla
05th Dec 2025 9:53 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী জিন্নাহ কবীরের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল ও অবরোধ করেছেন ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহাদেবপুর এলাকায় অর্ধশতাধিক নেতাকর্মী সড়ক অবরোধ করলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীদের অভিযোগ- দলের ত্যাগী নেতাদের উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে এবং প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের রাজনৈতিক অবদানের কথা বিবেচনা করে তার ছেলে ড. আকবর হোসেন বাবলুকে প্রার্থী করা উচিত।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। একই সময়ে বরংগাইল এলাকাতেও আরেকদল বিএনপি নেতাকর্মী মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন।
বিআলো/শিলি



