তারেক রহমানের আস্থায় ড. জিয়াউদ্দিন হায়দার, দায়িত্বে গ্রাসরুটস নেটওয়ার্ক
মনিরুজ্জামান মনি, ঝালকাঠি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূল পর্যায়ে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগ ইতোমধ্যে দলের জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন লাভ করেছে। কর্মপরিকল্পনার অংশ হিসেবে সাতটি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ‘গ্রাসরুটস নেটওয়ার্ক’ টিমের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ড. জিয়াউদ্দিন হায়দার।তিনি বলেন, তৃণমূলের সংগঠন ও গণমানুষের সঙ্গে সরাসরি সংযোগ জোরদার করতে গ্রাসরুটস নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখবে। দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদী আন্দোলন আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিআলো/ইমরান



