বিএনপি’র একাংশের আচরণ নিয়ে ব্যারিস্টার ফুয়াদের সমালোচনা
এইচ আর হীরা, বরিশাল: বিএনপির ভেতরে এখনো একটি ক্ষুদ্র অংশ ফ্যাসিস্ট চরিত্র ধারণ করে চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার মতে, দলের কেন্দ্রীয় নেতৃত্ব এদের রাজনৈতিক মনোভাব চিহ্নিত করে প্রতিরোধ করতে না পারলে বিএনপির জনসমর্থন কমে যেতে পারে এবং এর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করে বলেন, বাবুগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে বিএনপির কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে তাকে এবং এবি পার্টির নেতাকর্মীদের লাঞ্ছিত করেছে। এটি স্পষ্টতই ফৌজদারি অপরাধ হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তার দাবি, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর এই নিষ্ক্রিয়তা অত্যন্ত উদ্বেগজনক এবং নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি আরও জানান, মাত্র একদিন আগে মুলাদীর নাজিরপুরে সরকারি কর্মকর্তা—সচিব, জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সরকারি অনুষ্ঠানও বিএনপির একাংশ নষ্ট করে দেয়। এই ধরনের আচরণে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক জানান, বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণে নিয়োজিত চীনা কোম্পানির সঙ্গে সরকারি পর্যায়ের সমন্বয় সন্তোষজনক নয়—এ বিষয়ে তিনি বক্তব্য রাখলেও কোনো দলের বিরুদ্ধে মন্তব্য করেননি। তারপরও অনুষ্ঠান শেষে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গত দুই মাস ধরে তার নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা বেড়েছে, কিন্তু প্রশাসন কোনো সহযোগিতা দিচ্ছে না।
তিনি বলেন, দেশে এখন লেভেল প্লেয়িং ফিল্ড নেই এবং বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্বেগ সৃষ্টি করছে। ভোটার তালিকা হালনাগাদে যারা এখনো নিবন্ধন করতে পারেননি তাদের জন্য সময় বাড়ানোর আহ্বান জানান তিনি।
ভবিষ্যতে সরকার গঠনের লক্ষ্য থাকলে বিএনপিকে ছোট দলগুলোর সঙ্গে সহযোগিতার মনোভাব দেখাতে হবে—এমন মন্তব্য করে ব্যারিস্টার ফুয়াদ আশা প্রকাশ করেন, যারা বিশৃঙ্খলা ও হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/তুরাগ



