• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপির জনপ্রিয়তা আরো বেড়েছে : তানভীর হুদা 

     dailybangla 
    08th Sep 2024 7:44 pm  |  অনলাইন সংস্করণ

    জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর)::মতলব উত্তর উপজেলার ৫নং দূর্গাপুর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন শহীদদের এবং সারা বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনন্দবাজারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, ১৭ বছরের জ্বালা ১৭ দিনে মিটাতে চাইলে হবে না, ধৈর্য ধরতে হবে। গত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক হামলা মামলার শিকার হয়েছি। বিএনপির অনেক নেতা ১৪শ’ থেকে ১৫শ’ মামলার আসামি হয়েছেন। অনেক নেতাকর্মী ঈদে, জানাজায়, আত্মীয়-স্বজনের অসুস্থতায়ও আসতে পারেননি। তাই বলে ১৭ বছরের বিএনপির জনপ্রিয়তা এক পারসেন্ট কমাতে পারেনি বরং জনপ্রিয়তা আরো বেড়েছে।

    তিনি আরো বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীকে ফেলে রেখে আত্মীয়-স্বজন নিয়ে দিল্লিতে পালিয়ে গেছেন। কিন্তু আমাদের নেত্রী মানবতার মা বেগম খালেদা জিয়া বহু হামলা, মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন তারপরও তিনি দেশ ত্যাগ করেননি। এখন তিনি দিল্লিতে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এ ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। একসঙ্গে সবাইকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তানভীর হুদা বলেন, বিএনপি সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে, বিএনপির ভীত হচ্ছে সাধারণ মানুষ। আমার পিতা মরহুম নুরুল হুদা সাহেব সাধারণ মানুষের কাছে গিয়ে মতলবের বিএনপি প্রতিষ্ঠা করে গিয়েছেন। মানুষের মনের আস্থা করে নিয়েছেন।

    দূর্গাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েদা ইসলাম জেরিন, বিএনপি নেতা আহসান উল্ল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, উপজেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা শরীফ উল্ল্যা ভান্ডারী, সাবেক ছাত্র নেতা কাদির প্রধান।

    আলোচনা শেষে মিলাদ পরিচালনা করেন মাওলানা মো. তাইসির আহাম্মেদ, দোয়া পরিচলনা করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মাস্টার।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930