বিএনপির মনোনয়ন তালিকায় বাদ ঢাকা-২০, অপেক্ষায় চার নেতার ভাগ্য
মো.রাজন আহম্মেদ, ধামরাই (ঢাকা): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে রাজধানীর প্রবেশদ্বার খ্যাত ঢাকা-২০ (ধামরাই) আসনের কোনো প্রার্থীর নাম তালিকায় নেই। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিগত ১২টি নির্বাচনে এই আসনে পাঁচবার করে আওয়ামী লীগ ও বিএনপি এবং দুইবার জাতীয় পার্টি জয় পেয়েছে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। আগামী নির্বাচনে তার সঙ্গে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “এটা দলীয় সিদ্ধান্তের বিষয়। হয়তো কোনো কারণে নাম তালিকায় নেই। মাঠে তমিজ উদ্দিনের পক্ষে সমর্থন আছে। দলের সিদ্ধান্ত যাই হোক, আমরা তা মেনে কাজ করব।”
মনোনয়নপ্রত্যাশী সুলতানা আহমেদ বলেন, “আমি বর্তমানে দেশে নেই, ওমরাহ করতে এসেছি। সিদ্ধান্তটি হয়তো আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে। আমি মনোনয়ন আশা করি এবং আশাবাদী।” জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ভবিষ্যতেও আমি দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকব।” স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, “দল আমাকে মনোনয়ন দেবে আশা করছি এবং তাতে কাজ করছি।”
অন্যদিকে ধামরাইয়ে জামায়াতে ইসলামীর আব্দুর রউফ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আসাদুল ইসলাম মুকুল, গণ অধিকার পরিষদের রুবেল এবং এবি পার্টির লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহাম্মদ ইতিমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
ইতিহাস বলছে, প্রথম থেকে অষ্টম জাতীয় সংসদ পর্যন্ত ধামরাই উপজেলা ঢাকা-১৩ আসনের অংশ ছিল। ২০০৮ সালে আসন পুনর্বিন্যাসের পর ধামরাই ঢাকা-২০ হিসেবে পরিচিতি পায়।
বিআলো/ইমরান



