• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে শিবচরে মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল 

     অনলাইন ডেক্স 
    06th Dec 2025 11:00 pm  |  অনলাইন সংস্করণ

    শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–ভাঙ্গা মহাসড়কের উভয় লেনে অবরোধ এবং মশাল মিছিল করেছেন কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা শিবচরের মোল্লার নতুনবাজার এলাকায় মহাসড়ক অবরুদ্ধ রাখেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

    মনোনয়ন স্থগিত নিয়ে ক্ষোভ

    গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মাদারীপুর-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নাদিরা আক্তারের নাম ঘোষণা করা হয়। অথচ এর আগের মাসে (৩ নভেম্বর) ঘোষিত ২৩৭ আসনের তালিকায় কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সেই মনোনয়ন স্থগিত করা হয়।

    দীর্ঘ এক মাস পর নতুন তালিকায় নাদিরা আক্তারের নাম আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন কামাল জামানের সমর্থকরা। তাদের অভিযোগ—ত্যাগী ও দীর্ঘদিন নির্যাতিত নেতাকে বাদ দিয়ে কোনো অবদানহীন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

    নারী নেত্রী শিল্পী আক্তারের বক্তব্য

    মশাল মিছিলে অংশ নেওয়া নারী নেত্রী শিল্পী আক্তার বলেন,
    “দলের এই সিদ্ধান্ত আমরা মানি না। প্রিয় নেতাকে মনোনয়ন দিয়ে তা স্থগিত করে অন্য কাউকে দেওয়া—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন ফিরিয়ে দিতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না।”

    ‘ত্যাগের মূল্যায়ন হয়নি’—অভিযোগ নেতাকর্মীদের

    সমর্থকরা জানান, গত ১৮ বছর ধরে মামলা, জেল, হয়রানি ও আর্থিক ক্ষতির মধ্যেও দলকে সংগঠিত রেখেছেন কামাল জামান মোল্লা। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ১৫ বছর এলাকায় প্রবেশ করতে না পারলেও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। কিন্তু দলের সংকটে যিনি ত্যাগ করেছেন, তাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে এমন একজনকে—যার কোনো সাংগঠনিক ভূমিকা নেই।

    জসিম মৃধার অভিযোগ

    উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী জসিম মৃধা বলেন,
    “যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির একজন সাধারণ কর্মীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়লাভ করতে পারবেন না। আমাদের নেতা কামাল জামান মোল্লাই এ আসনে সবচেয়ে যোগ্য প্রার্থী। তার মনোনয়ন বাতিলের জবাব আমরা তারেক রহমানের কাছে চাই।”

    উপজেলা বিএনপির নেতা শাহজাহান সাজুর ক্ষোভ

    উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু বলেন,
    “একজনকে মনোনয়ন দিয়ে তা স্থগিত করে আবার অন্যজনকে দেওয়া—এ কেমন দল পরিচালনা? ৫ আগস্টের পর থেকে কামাল জামান মোল্লা শিবচরে ২৮টির বেশি জনসভা এবং ৭২টির বেশি উঠানবৈঠক করেছেন। এত কাজ করে যিনি দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাকে বাদ দিয়ে অচেনা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।”

    তিনি আরও বলেন,
    “যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার এজেন্ট পর্যন্ত দেওয়ার সক্ষমতা নেই। তৃণমূলকে মূল্যায়নের কথা বলা হলেও বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টোটা। আমরা হাইকমান্ডকে তিন দিনের আলটিমেটাম দিচ্ছি—মনোনয়ন পরিবর্তন করে কামাল জামান মোল্লাকে ফেরত দিন। তা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

    মিছিল ও যানজট

    মশাল মিছিলটি মোল্লার নতুনবাজার থেকে শুরু হয়ে মুন্সীর বাজার পর্যন্ত যায় এবং পুনরায় নতুনবাজারে এসে শেষ হয়। ঢাকা–ভাঙ্গামুখী লেনে প্রায় সাত থেকে আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মজিবুর রহমান শিশু সরদার, কোহিনূর হাওলাদার, মোস্তফা মোল্লা, তাজউদ্দিন মোল্লা, সাদাৎ ইসলাম সামু, অনিক শেখ, মিথেল গোমস্তা প্রমুখ।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031