বিএমডিএ’র নবনিযুক্ত নির্বাহী পরিচালকের সাথে পরিচিতি সভা
নিজস্ব প্রতিনিধি: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি’র সাথে বিএমডিএ’র কর্মকর্তাগণ বুধবার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।
নবনিযুক্ত নির্বাহী পরিচালক গতকাল বিদায়ী পরিচালক মোঃ তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এর কাছে দায়িত্ব গ্রহণ করেন। পরিচিতি সভায় বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, প্রকৌশলী জিন্নুরাইন খান, প্রকৌশলী শিবির আহমেদ, মোঃ আতিকুর রহমান, মোঃ সৈয়দ জিল্লুর বারী, মোঃ মোস্তাফিজুর রহমান, সানজিদা খানম মলি, মোঃ মতিউর রহমান, মোঃ তোফাজ্জল আলী সরকার, মোঃ এনামুল কাদিরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসিকে পদায়ন করা হয়।
বিআলো/তুরাগ



