বিজনেস ফাইলের আয়োজনে ‘স্মৃতির আড়ালে ক্রন্দন’-এর প্রকাশনা উৎসব
নিজস্ব প্রতিবেদক: সাহিত্য ও সাংবাদিকতার মেলবন্ধনে রাজধানীতে অনুষ্ঠিত হলো কথাসাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন জামালের নতুন গ্রন্থ ‘স্মৃতির আড়ালে ক্রন্দন’-এর প্রকাশনা উৎসব। দৈনিক বিজনেস ফাইল-এর উদ্যোগে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যাঙ্গনের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের এটি ২১তম প্রকাশিত গ্রন্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাসাস সভাপতি রেজাবুদৌলা চৌধুরী।
দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপমহাদেশের আলোচিত উপস্থাপক ও এসএমই সংগঠক ট্রফি ইসলাম, বিশিষ্ট কলামিস্ট কামাল পাশা, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান, সম্পাদক আশরাফ আলী সরকার, নারী উদ্যোক্তা ও লেখক লালন কন্যা ফাতেমা হক, সাব-এডিটর কাউন্সিল কেন্দ্রীয় নেতা নাহিদ হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মাসুদ এহসান আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, “কবি ও সাহিত্যিকরা কোনো দেশকে এগিয়ে নেন নিঃস্বার্থভাবে। নিজেদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে তারা সমাজকে আলোকিত করেন।”
তিনি আরও বলেন, “উয়ারী-বটেশ্বরের প্রত্নতত্ত্ব আমাদের আড়াই হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের হৃদয় মোমের মতো—তারা কখনো বড় ধরনের অন্যায় করতে পারেন না।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামাল উদ্দিন জামালের সাহিত্যকর্ম সমকালীন সমাজ, স্মৃতি ও মানবিক বোধের গভীর প্রতিফলন। ‘স্মৃতির আড়ালে ক্রন্দন’ গ্রন্থটি পাঠকদের ভাবনার জগতে নতুন মাত্রা যোগ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে আলোচনা, শুভেচ্ছা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রকাশনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিআলো/তুরাগ



