বিজয় দিবসে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করবে বন্দর থানা প্রেসক্লাব
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর থানা প্রেসক্লাব মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করবে। আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় ক্লাব কার্যালয়ে রান্না করা খাবার বিতরণ করা হবে।
এর প্রস্তুতি হিসেবে ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৫টায় কেকে টাওয়ারস্থ ক্লাব কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য ডি. এম. মাইনুদ্দিন, মোহাম্মদ শামীম, আল আমিন জাহান মুন্সি, ইমরান হোসাইন আকাশ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, বিজয় দিবসের সকালে বন্দরের সমরক্ষেত্রের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে এবং বীর শহীদদের বিদেহী রুহের মাগফেরাত কামনায় ক্লাব কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এরপর পথ শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে।
বন্দর থানা প্রেসক্লাবের উদ্যোগে এই কার্যক্রম শিশুরা ও কমিউনিটিকে সামাজিক সহমর্মিতা, মানবিকতা ও জাতীয় চেতনার শিক্ষা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিআলো/এফএইচএস



