বিজিআইসি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি)-এর উদ্যোগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর আফতাবনগর কিক অফিসিয়াল স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপী এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স বিভাগ, আর রানার-আপ হয়েছে এইচআর বিভাগ। বিজিআইসি’র চারটি বিভাগীয় দলের অংশগ্রহণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনিক্যাল) মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ। পুরো টুর্নামেন্টের ধারাভাষ্য পরিচালনা করেন সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম এবং অবলিখন বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাসান মাহমুদ রিয়াদ।
পরবর্তীতে কোম্পানির প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী দল ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ এইচআর বিভাগের দলীয় অধিনায়কদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিজিআইসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।
এসময় তিনি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন কর্মীদের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে বিজিআইসির ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমরান রউফ, চৌধুরী মোঃ আবু সাঈদ, মোঃ নজরুল ইসলাম, রাশিদা বানু, সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, মোঃ মানিক মিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ।
বিআলো/তুরাগ



