বিত্তবানদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত: শামীম আহমেদ ঢালী
ঢালী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ঢালী ফাউন্ডেশন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে চলতি শীতে সংস্থাটি সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকায় সোমবার বিকেলে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকান্দর আলী।
ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম, বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান জুয়েল, জিনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম, শিক্ষানুরাগী মোজাম্মেল হক শিপু’সহ এলাকার বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেকান্দর আলী বলেন, “ঢালী ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। কদমতলীর শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময়ই পাশে আছি। বিশেষ করে প্রতিবন্ধী, শিশু ও বয়স্কদের জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের কেউ যেন অবহেলিত না থাকে—সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালী বলেন, “মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক দায়িত্ববোধের ওপর ভিত্তি করেই একটি মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্ত মানুষের কষ্টই লাঘব হবে না, বরং সমাজে সমতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “শুধু শীতকালেই নয়, যেকোনো দুর্যোগ ও বিপদগ্রস্ত জনগোষ্ঠীর সেবায় ঢালী ফাউন্ডেশন অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
বিআলো/তুরাগ



