বিদেশ থেকে আনা মোবাইল সেট নিবন্ধনে লাগবে অনলাইন যাচাই
dailybangla
02nd Nov 2025 3:42 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা, যার অধীনে অনিবন্ধিত মোবাইল ফোনের সংযোগ বন্ধ করে দেওয়া হবে। বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোনও এই নীতির আওতায় আসবে।
বিটিআরসি জানিয়েছে, বিদেশ থেকে আনা ফোন প্রথমে নেটওয়ার্কে চালু থাকবে, তবে গ্রাহককে এসএমএসের মাধ্যমে ৩০ দিনের মধ্যে অনলাইনে নিবন্ধনের নির্দেশ দেওয়া হবে। প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে বৈধ ফোন স্থায়ীভাবে রেজিস্টার হবে।
নিবন্ধনের জন্য পাসপোর্ট তথ্য, ভিসা-স্ট্যাম্প, ক্রয় রশিদ এবং প্রয়োজনে শুল্ক প্রদানের প্রমাণপত্র লাগবে। উপহার বা ডাকযোগে প্রাপ্ত ডিভাইসের ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে।
বিআলো/শিলি



