বিপিএল শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের আগমন শুরু
dailybangla
23rd Dec 2025 11:03 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। সিলেট পর্ব দিয়েই শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট।
ঢাকায় দুই দিনের অনুশীলন শেষে দলগুলো ধীরে ধীরে সিলেটে পৌঁছাচ্ছে। ইতোমধ্যে সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির ও সালমান এরশাদ।
রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন খুশদিল শাহ, আর রাজশাহী ওয়ারিয়র্স নিয়ে এসেছে সবচেয়ে বেশি পাঁচজন বিদেশি ক্রিকেটার, যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাওয়াজ, হোসাইন তালাত ও শাহিবজাদা ফারহান।
ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিয়েছেন আফগান ব্যাটার জুবাইরউল্লাহ আকবরী ও জিয়াউর রহমান শরিফি।
উদ্বোধনী দিনে সিলেটে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ শেষে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
বিআলো/শিলি



