মোবাইল এল.সি.ডিতে শুল্ক ফাঁকি: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবিতে দ্রুত হস্তক্ষেপের আহ্বান
বিপুল পরিমাণ কর ও রাজস্ব ফাকি মোবাইল এক্সেসরিজ এবং কম্পিউটার এক্সেসরিজ এর নামে মোবাইল এল.সি.ডি পণ্য আমদানী
নিজস্ব প্রতিবেদক: কতিপয় অসাধু ব্যবসায়ীরা কর ফাকি দিয়ে মোবাইল এক্সেসরিজ এবং কম্পিউটার এক্সেসরিজ এর নামে মোবাইল এল.সি.ডি পণ্য আমদানীর কারণে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ ব্যাপারে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, শুল্ক ও ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পাইকারী এবং খুচরা মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ীরা।
অর্থ উপদেষ্টা বরাবর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, মোবাইল এক্সেসরিজ এবং মোবাইল এল.সি.ডি দুটি আলাদা আলাদা পণ্য। ২০২২ সাল থেকে আমদানীকৃত এল.সি.ডি পণ্যের উপর ব্যবসায়ীরা কেজি প্রতি ৪ হাজার টাকা শুল্ক প্রদান করে আসছে। কিন্তু গত কিছুদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ী ভুল তথ্য দিয়ে মোবাইল এক্সেসরিজ এবং কম্পিউটার এক্সেসরিজ এর নাম দিয়ে মোবাইল এল.সি.ডি পণ্য আমদানী করছে। ফলশ্রুতিতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও এইসব অসাধু ব্যবসায়ীদের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিমাসের এল.সি.ডি খাত থেকে কী পরিমাণ রাজস্ব আদায় হয়েছে তা ভালভাবে যাচাই করলে এর সত্যতা মিলবে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনএফ এজেন্ট এর সাথে কথা বলে জানা গেছে, কতিপয় অসাধু সিএনএফ ব্যবসায়ী ডোর টু ডোর সার্ভিস এর নামে মিথ্যা ঘোষনায় বিভিন্ন পন্য এনে থাকেন। এইসব অসাধু ব্যবসায়ীদের হাত থেকে দেশকে তথা ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের রক্ষা করার অনুরোধ জানিয়েছেন।
বিআলো/তুরাগ



