বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর খোশরোজ শরিফ অনুষ্ঠিত
আলো ডেক্স: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর খোশরোজ শরিফ উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে আল তাকওয়া খানকা শরিফের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমদাদ ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় ‘গ’ জোনের সমন্বয়কারী জানে আলম জাহাঙ্গীর। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা হযরত মাইজভাণ্ডারী (কঃ)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, আধ্যাত্মিক শিক্ষা ও সমাজ সংস্কারে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং তা অনুসরণের আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিআলো/ইমরান



