• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিশ্ববাজারে পাকিস্তানের এসএমই, এপ্রিলে ইসলামাবাদে গ্লোবাল এসএমই সামিটের প্রি-ডাভোস এডিশন 

     dailybangla 
    30th Jan 2026 12:40 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে প্রি-ডাভোস সামিট

    হৃদয় খান: রপ্তানি সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্য সামনে রেখে পাকিস্তানে আয়োজন করা হচ্ছে গ্লোবাল এসএমই সামিট ডাভোস ২০২৬-এর প্রি-ডাভোস এডিশন।

    সুইজারল্যান্ডভিত্তিক গ্লোবাল এসএমই বিজনেস হোম (জিএসবি এইচ)-এর উদ্যোগে আগামী ২৯ ও ৩০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ দেশটির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতকে বৈশ্বিক ব্র্যান্ডে রূপান্তরের পথে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রি-ডাভোস আয়োজনের মূল লক্ষ্য হলো আসন্ন গ্লোবাল এসএমই সামিট ডাভোস ২০২৬-এ পাকিস্তানের শক্তিশালী ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের এসএমই খাতকে আরও দৃশ্যমান করা, বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত গ্লোবাল এসএমই সামিটে বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ব্যাপক আন্তর্জাতিক সাফল্য অর্জিত হয়। ওই সম্মেলনে পাকিস্তানের ২৫ সদস্যের প্রতিনিধিদল উল্লেখযোগ্য স্বীকৃতি লাভ করে।

    বিশেষ করে ফরোয়ার্ড স্পোর্টস পিএলসি-এর সিইও খাজা মাসুদ আখতারের প্রভাবশালী অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়, যা পাকিস্তানের এসএমই খাতের জন্য ১০০টিরও বেশি বৈশ্বিক বাজারে প্রবেশের সক্ষমতা তুলে ধরে।

    ইসলামাবাদে অনুষ্ঠিতব্য প্রি-ডাভোস ২০২৬ এডিশনে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এগুলো হলো—সবুজ লজিস্টিকস ও টেকসই উৎপাদন ব্যবস্থা, এবং পাকিস্তানি পণ্য ও সেবাকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে ফ্র্যাঞ্চাইজিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা করা।

    গ্লোবাল এসএমই বিজনেস হোমের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আনিস খান বলেন, “এই উদ্যোগ কেবল একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম নয়; বরং এটি পাকিস্তানের বৈশ্বিক উপস্থিতি জোরদার, রপ্তানি বৃদ্ধি, আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং দেশীয় পণ্য ও সেবাকে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার একটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবে কাজ করবে।”

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সি পাওয়ার সৌদি আরব-এর ব্যবস্থাপনা পরিচালক খালিদ আলী বাহাকিম।নএছাড়া বক্তা হিসেবে অংশ নেবেন— গ্লোবাল এসএমই বিজনেস হোম সুইজারল্যান্ডের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আনিস খান, মোর দ্যান ডিজিটাল-এর প্রতিষ্ঠাতা ও সিইও বেনজামিন ট্যালিন, গ্লোবাল এসএমই বিজনেস হোমের ভাইস প্রেসিডেন্ট রোমান সোমেরাউ, গ্লোবাল চেম্বার অন আফ্রিকান ট্রেডের গ্লোবাল প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ইমানুয়েল আমারা ভান্ডি ফোম্বা।

    এছাড়াও বক্তব্য রাখবেন গ্লোবাল এসএমই বিজনেস হোমের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ক্রিস্টোফ টি. স্প্রিং, গ্রেটার ক্যাস্পিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও আইসিসি তাজিকিস্তানের চেয়ারম্যান মুরাত সেইতনেপেসভ, আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি বিশেষজ্ঞ ড. এডিথ বি. স্টেইনার, এবং সি পাওয়ার ফর মেরিন সার্ভিসেস (কেএসএ)-এর কমার্শিয়াল ম্যানেজার মুহাম্মদ এহসান উদ্দিন আনসারি।

    নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

    সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রি-ডাভোস সম্মেলনের মাধ্যমে পাকিস্তানের এসএমই খাতের জন্য নতুন বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে, যা দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সংশ্লিষ্টরা জানান, এই সম্মেলনের মাধ্যমে পাকিস্তানের এসএমই খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031