বিসিআরসি’র আয়োজনে বেগম খালেদা জিয়া স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
ফ্যাসিবাদী নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া: বক্তৃতায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন লালন ও প্রতিপালনের মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আপসহীন ভূমিকা দেশ ও জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল–বিসিআরসি’র সভাপতি ও অগ্রণী বার্তা সম্পাদক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি বিচারপতি মো. জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব মরহুম হারিস চৌধুরীর একান্ত সচিব ড. জিয়াউল ইসলাম মুন্না, জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লুৎফর রহমান (এল রহমান), দৈনিক’ দিন প্রতিদিন-এর উপ-সম্পাদক এ এস এম নজিবুল আকবর এবং বিজনেস ডাইজেস্ট-এর সম্পাদক ও বিসিআরসি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিআরসি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম নিবিড়, যুগ্ম সম্পাদক ও জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক মেহেরুন আশরাফ এবং সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক ও বিজনেস ডাইজেস্ট-এর নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. জয়নুল আবেদীন বেগম খালেদা জিয়ার বিভিন্ন সময়ের বক্তব্য উদ্ধৃত করে বলেন, বেগম জিয়া যে আদর্শ ও নীতির কথা বলতেন, তা তিনি নিজ জীবনে বাস্তবায়ন করতেন এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি আত্মসম্মান ও মর্যাদা নিয়ে জীবনযাপন করেছেন এবং কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। এই আপসহীন মনোভাবই তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে। তিনি আরও বলেন, সমাজ গঠন ও রাষ্ট্র বিনির্মাণে তাঁর আদর্শ নতুন প্রজন্ম ধারণ করতে পারলে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব হবে।
ড. জিয়াউল ইসলাম মুন্না তাঁর বক্তব্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিস্তারিত তুলে ধরে বলেন, বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতিতে জড়িত না থেকেও তৎকালীন ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে অন্যায়ভাবে কারাবরণ করেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর যে দমন-পীড়ন ও নির্যাতন চালিয়েছে, তার বিচার একদিন এ দেশের জনগণই করবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ড. জিয়াউল ইসলাম মুন্না।
বিআলো/তুরাগ



