বীর মুক্তিযোদ্ধা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
ছবি: মরহুম এস এম ইমাম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রথম শ্রেণির কর্মকর্তা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শুভানুধ্যায়ী মহলে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
মরহুম এস এম ইমাম উদ্দিন ছিলেন সাহসী, সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। কর্মজীবনে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবিতে সোচ্চার ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরের অধীন সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং গুরুতর আহত হন।
মুক্তিযুদ্ধের পাশাপাশি সমাজ উন্নয়নে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ঘোড়াধাড়ী গ্রামে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা স্থাপন ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
মরহুমের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জুমা ঢাকায় মানিকনগর, ১০ নং ধলপুর সিটি করপোরেশন স্টাফ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া তাঁর নিজ গ্রাম নায়েরগাঁও দক্ষিণ ঘোড়াধাড়ীর বাইতুল আকসা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরিবার, স্বজন ও এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন মরহুমের মেজো ছেলে এস এম আনোয়ার হোসেন অপু।
বিআলো/তুরাগ



