বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বরফকল মাঠ সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত জননেত্রী এবং দেশমাতা বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যা সকলের জন্য উদ্বেগের বিষয়। এই মা স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতার অনেক ব্যথা সহ্য করেছেন এবং স্বৈরাচারী শক্তির শোষণ ও বাধার মধ্যেও কখনো নত হননি। আজ তাঁর জন্য দোয়া করছেন শুধু বিএনপির কর্মীই নয়, সারা দেশের মানুষ তাঁর সুস্থতার জন্য একযোগে প্রার্থনা করছেন। কোটি মানুষের এই দোয়া এবং প্রার্থনা আল্লাহর কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। তিনি বলেন, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন, যাতে তিনি আবার জনগণের মাঝে ফিরে এসে তাদের নেতৃত্ব দিতে পারেন এবং দেশের গণতান্ত্রিক মুক্তি ও ন্যায়ের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।
আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, ফতেহ মো. রেজা রিপন, সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল এবং বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
দোয়া মাহফিলে আলেম-ওলামারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে পুনরায় সক্রিয় হওয়ার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তি-স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়। এই দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজন করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পুনরায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।
বিআলো/ইমরান



