বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ
মো.তারিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম পথিকৃৎ, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় বাউফল পৌর শহরে উপজেলা বিএনপি ও বাউফল পৌর বিএনপির যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাকির মৃধা ও কাজল খান, সাবেক উপজেলা বিএনপি সদস্য চুন্নু মিয়া, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মনজু, পৌর শ্রমিক দলের সভাপতি আলম শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর ত্যাগ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাউফল পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আল আমিন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
বিআলো/ইমরান



