বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
‘আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা’ — জেলা প্রশাসক রায়হান কবির
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেছেন, গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের প্রতি প্রশাসনের নৈতিক দায়বদ্ধতা রয়েছে। তাদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, এনডিসি তরিকুল ইসলাম, শহীদ আদিলের পিতা আবুল কালাম, শহীদ আরমানের স্ত্রী সাবিনা, শহীদ পারভেজের পিতা শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগর আহ্বায়ক মাহফুজ খানসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
সভায় শহীদ পরিবারের সদস্যরা ১৯ নভেম্বর ঘোষিত ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন। এছাড়া শহীদদের কবর বাঁধাই করে সংরক্ষণযোগ্য করা, প্রতিটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ‘জুলাই স্মৃতি ফলক’ স্থাপন, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং যেন কেউ শাস্তি থেকে রেহাই না পায়—সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
তাদের বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
“আমি আপনাদের সাথে সবসময় আছি এবং আপনারা যেকোনো ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমার দরজা সবসময় খোলা। আপনাদের সব সমস্যার সমাধানের চেষ্টা করবো। নিহতদের পরিবারের মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থাও নেওয়া যেতে পারে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।”
সভা শেষে জেলা প্রশাসক শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “তাদের এই মহৎ আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়—এ জন্য প্রশাসনসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
বিআলো/তুরাগ



