ব্যাংকার্স ফোরাম কসবা’র কার্যনির্বাহী কমিটি ২০২৬ গঠন
নাজমুল হোসেন, কসবা, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবা’য় মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্যাংকার্স ফোরাম কসবা’র কার্যনির্বাহী কমিটি ২০২৬ গঠন করা হয়েছে। ব্যাংকার্স ফোরাম কসবা পেশাজীবী সংগঠনের সভাপতি আবদুল কাইয়ুম জানান ব্যাংকার্স ফোরাম কসবা’র কার্যনির্বাহী কমিটি ২০২৬ কসবা উপজেলায় কার্যরত সরকারী এবং বেসরকারী ব্যাংকে কর্মরত ব্যবস্থাপকগন নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। আমি কসবাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করি।
ব্যাংকার্স ফোরাম কসবা পেশাজীবী এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে ভাতৃত্ব, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন তৈরি হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী কার্যনির্বাহী কমিটি ২০২৬ এর সভাপতি আবদুল কাইয়ুম, ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক। সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্যবস্থাপক, জনতা ব্যাংক। সিনিয়র সহ-সভাপতি মো. ছানাউল হক সরকার, ব্যবস্থাপক, সোনালী ব্যাংক। যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক। সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক। অর্থ সম্পাদক মো. ইয়াকুব আলী, ব্যবস্থাপক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও অন্যান্য সদস্যরা।
বিআলো/আমিনা



